জয়া আহসানের প্রাপ্তির শেষ নেই। বাংলাদেশ, কলকাতা ছাড়িয়ে অনেক দেশে ছড়িয়ে আছে তার ভক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি বা বার্তা নিমিষেই মানুষের কাছে পৌঁছে যায়। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেশ কয়েকবার সেরা অভিনেত্রী হয়েছেন। তিনিই প্রথম বাংলাদেশি যিনি পেয়েছেন ভারতের প্রেস্টিজিয়াস ফিল্মফেয়ার ও জি সিনে অ্যাওয়ার্ড। সেরা বাঙালি পুরস্কার, টেলি সিনে অ্যাওয়ার্ড, ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডসহ অনেক সম্মাননা আছে তার ঝুলিতে। আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে তার সিনেমা সেরার পুরস্কার জিতেছে। তিনিও ভারতসহ কয়েক জায়গায় সেরা অভিনেত্রী হয়েছেন। তবে এবারই প্রথম নিজেকে ছাড়িয়ে গেলেন এই লাস্যময়ী অভিনেত্রী। বিশে^র অন্যতম সেরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার বাগিয়ে নিলেন জয়া। দেশের গণ্ডি পেরিয়ে তিনি এখন নিয়মিত কলকাতার বাংলা ছবিতে অভিনয় করছেন। সেখানকার ছবি ‘রবিবার’ এর হাত ধরেই তিনি পেলেন স্পেনের ‘মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার। করোনার জন্য এ বছর অনলাইনে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদানের একটি ভিডিও শেয়ার করেছেন ‘রবিবার’ সিনেমার পরিচালক অতনু ঘোষ। সেখানেই জানা গেল, চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার সিনেমা বিভাগে ‘সেরা অভিনেত্রী’ নির্বাচিত হয়েছেন জয়া আহসান। এই বিভাগে পুরস্কারের জন্য ভিনদেশি অন্তত ১৫ জন অভিনেত্রী মনোনয়ন পেয়েছিলেন। তবে সবাইকে ছাপিয়ে জুরি বোর্ডের নজর পড়ে ‘রবিবার’-এ জয়ার দুর্দান্ত অভিনয়। তার প্রতিদান পেলেন তিনি। সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন নির্মাতা অতনু ঘোষ। সেরা অভিনেত্রীর পুরস্কারটি ছাড়াও ‘রবিবার’ বিদেশি ভাষা বিভাগে ‘সেরা মৌলিক চিত্রনাট্য’র পুরস্কারটিও জিতে নেন।
খবরটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন জয়া আহসানও। তিনি বলেন, ‘এই দুঃসময়ে আমাদের সবার জন্য কী একটা দারুণ সুখবর নিয়ে এলে অতনু দা! অনেক অভিনন্দন তোমাকে, অনেক অনেক ভালোবাসা।’ পরে জয়া বলেন, ‘বিদেশি চলচ্চিত্রে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার দেওয়া হয়েছে আমাকে। এত এত ছবি আর বাঘা বাঘা অভিনয়শিল্পীর মধ্যে আমার ভাগ্যেই যে পুরস্কারটা এল, সিংহভাগ অবদানই নির্মাতার। অতনু দা আমাকে এই চরিত্রের জন্য ভেবেছেন, বুম্বা দা (প্রসেনজিৎ) অনেক সহযোগিতা করেছেন এটা বড় করে বলতে হবে আমাকে। পরিচালক এমন একটা ছবি না বানালে, চরিত্রের জন্য আমার ভেতরটা নিংড়ে না আনলে এ সৌভাগ্য আমার হতো না।’ তিনি আরও বলেন, ‘বিশে^র গুরুত্বপূর্ণ একটা আন্তর্জাতিক উৎসবে বিভিন্ন দেশের ১৮ জন অভিনেত্রীর মধ্যে আমি নির্বাচিত হয়েছি। এর আগে দর্শকের ভালোবাসাসহ অনেক পুরস্কার আমি পেয়েছি। কিন্তু এটাই কোনো প্রপার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে আমার প্রথম স্বীকৃতি। তবে এটা শুধু আমার একার প্রাপ্তি নয়। আমি দুটি দেশকে রিপ্রেজেন্ট করেছি। বাংলাদেশ ও কলকাতার সম্মান রাখতে পেরেছি। এজন্য আমি ভীষণ আপ্লুত।’
গত বছরের ২৭ ডিসেম্বর মুক্তি পায় ‘রবিবার’ ছবিটি। এখানে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেন দুই বাংলার সেরা দুজন প্রসেনজিৎ ও জয়া আহসান। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ছবিটি বাংলাদেশেও মুক্তি পায়।
জয়া আহসান এখন ঢাকাতেই রয়েছেন। লকডাউনের মধ্যেই তিনি দুটি সিনেমার কাজ শেষ করেছেন। একটি পিপলু আর খানের নাম ঠিক না হওয়া সিনেমা অন্যটি আকরাম খানের সরকারি অনুদানের ছবি ‘নকশিকাঁথার জমিন’। করোনার জন্যই মুক্তি পাচ্ছে না তার অভিনীত কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’, সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘ঝরা পালক’, সৌকর্য্য ঘোষালের ‘ভূতপরী’, নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ও মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সিনেমাগুলো।