ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

শিরোনাম

এ আর খানের কবিতা

এ আর খানের কবিতা
বিভেদের সুর
 
দিন শেষে বুকের জমিনে জমে 
 
বিপন্ন আক্ষেপের ক্ষোভ।
 
বিষন্নতার আধাঁর ক্ষণ আরো প্রগাঢ় হয়।
 
মানুষ বিস্তর ছোটে,নদীর মতই, 
 
দূর মোহনায় মিলে নদী ও সাগর;
 
তবু্
 
মানুষে মানুষে কেন এত বিভেদের সুর!