ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

শিরোনাম

ঘুমন্ত ছবি পোস্ট করায় রাজের ওপর চটেছেন মিম

ঘুমন্ত ছবি পোস্ট করায় রাজের ওপর চটেছেন মিম

ফাইল ছবি

ঘুমন্ত অবস্থায় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিয়েছেন অভিনেতা শরিফুল রাজ। এই কাণ্ডে খেপেছেন মিম। 

ঘুম থেকে উঠে সেই ছবি দেখে রাজকে হুমকিও দিয়েছেন তিনি। মিমও সুযোগ খুঁজছেন, অপ্রস্তুত অবস্থায় রাজের ছবি তুলে তিনিও ফেসবুকে আপলোড করে দেবেন।

মিমের ছবি পোস্ট করে রাজ লিখেছেন– ‘ফাঁকিবাজ ঘুমায়।’ ছবিতে দেখা যাচ্ছে নায়িকা বিদ্যা সিনহা মিম মেকআপ রুমে শুয়ে ঘুমাচ্ছেন। ’

এ বিষয়ে মিম জানান, সকালে সময়মতোই শুটিংয়ে হাজির হয়েছিলেন তিনি। লাইট, ক্যামেরা ও সেট প্রস্তুত করতে বেশ খানিকক্ষণ সময় লেগে যায়। এই সময়টা মেকআপ রুমে অলস বসে থাকতে থাকতে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। 

মিম বলেন, ‘অনেক সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করতে হয়েছিল। ক্লান্ত লাগলে কী করব! তাই বলে আমার ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেবে? আমিও সুযোগ খুঁজছিলাম। পরে ওর অনেক ছবি তুলে হুমকি দিয়েছি– আর কখনও এ রকম করলে আমিও সঙ্গে সঙ্গে রাজের ছবি ফেসবুকে দেব।’ মজা করে কথাগুলো বলছিলেন মিম। 

একটি সিনেমার শুটিংয়ের জন্য প্রায় আট মাস পর ঢাকার বাইরে গেছেন মিম। 

গত ২৪ নভেম্বর থেকে সৈয়দপুরে শুরু হওয়া ‘দামাল’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি।