ঢাকা, বৃহস্পতিবার :জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নয়।
জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি-০২ খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির সাথে ফোনালাপে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ তাঁর অভিমত ব্যক্ত করেন। পার্টিকে শক্তিশালী করতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের যে দক্ষতার সাথে কাজ করছেন তার প্রশংসাও করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সাফল্য কামনা করেছেন তিনি। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলামমোহাম্মদ কাদেরও এ সময় বেগম রওশন এরশাদ- এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অপরদিকে, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহাগির আল মাহি শাদ এরশাদ দুপুরেই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-কে ফোন করে বলেছেন, বাবার মৃত্যু বার্ষিকীর দোয়ায় শরিক হতে সকালে প্রেসিডেন্ট পার্কে গিয়েছিলেন।