শিরোনাম
ঢাকা, বৃহস্পতিবার : গেলো ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনা শনাক্তে সর্বোচ্চ রেকর্ড হয়েছে। এ সময় নতুন করে করোনা সনাক্ত হয়েছে ১১ হাজার ৬৫১ জনের। যা দেশের করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ শনাক্ত। একই সময়ে করোনায় মারা গেছেন ১৯৯ জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার দেলোয়ার জালালী।
বার্তা সম্পাদক : আর এ তুলি।
আইটি সম্পাদক : ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন।
গ্রাফিক্স সম্পাদনা : রিপন জোয়ার্দার।
Natun Bangla 24 is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.