ঢাকা, সোমবার : করোনা নিয়ন্ত্রণে গত ১ জুলাই থেকে শুরু হওয়া এক সপ্তাহের কঠোর লকডাউন এর মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এতে ১ জুলাই থেকে কঠোর লকডাউনের বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বলবত থাকবে। আজ সোমবার (৭ জুলাই) মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপণে এ নির্শনা জারি করা হয়েছে।
এর আগে লকডাউনের চুতর্থ দিন রবিবার (৪ জুলাই) চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এরপর আজ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত এলো সরকারের পক্ষ থেকে।