ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

শিরোনাম

দৈনিক আজকের পত্রিকা গণমানুষের মুখপাত্র হয়ে উঠবে - গোলাম মোহাম্মদ কাদের

দৈনিক আজকের পত্রিকা গণমানুষের মুখপাত্র হয়ে উঠবে - গোলাম মোহাম্মদ কাদের

ঢাকা, রবিবার : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি, আশা প্রকাশ করে বলেছেন দৈনিক আজকের পত্রিকা গণমানুষের মুখপাত্র হয়ে উঠবে। তিনি বলেন, সব শ্রেণীর পাঠের প্রত্যাশা পূরণে আন্তরিকতা দেখাবে দৈনিক আজকের পত্রিকা। এছাড়া,  অবাধ তথ্য প্রবাহে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে পত্রিকাটি নিজেকে আলাদা করতে পারবে অন্য সকল গণমাধ্যম থেকে।

আজ দুপুরে দৈনিক আজকের পত্রিকার কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি এ কথা বলেন। 

এ সময়  দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইমরান হোসেন মিয়া,  জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা সরদার শাহজাহান,  জাতীয় তাঁতি পার্টির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, জাতীয় পার্টি চেয়ারম্যান এর পিএস অ্যাডভোকেট আবু তৈয়ব এবং  জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি-০২ খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।

এর আগে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে দৈনিক আজকের পত্রিকার শুভ উদ্বোধন ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরি। শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপিকে স্বাগত জানান দৈনিক আজকের পত্রিকার চিফ রিপোর্টার রাশেদ নিজাম