ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

শিরোনাম

আজ থেকে আরো ২০ জোড়া ট্রেন চলছে

আজ থেকে আরো ২০ জোড়া ট্রেন চলছে

ফাইল ছবি।

ঢাকা, বুধবার : যাত্রীদের চাপ সামলাতে বাংলাদেশ রেলওয়েতে আজ বুধবার (৯ জুন) যুক্ত হচ্ছে আরও ২০ জোড়া যাত্রীবাহী ট্রেন। এ নিয়ে মোট ৫৭ জোড়া অর্থাৎ ১১৪টি যাত্রীবাহী ট্রেন চলবে বিভিন্ন রুটে।  

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানান, প্রয়োজন অনুযায়ী ট্রেনের সংখ্যা এখনো কম। চাহিদা অনুযায়ী আজ থেকে আরও ২০ জোড়া যাত্রীবাহী ট্রেন চালানো হচ্ছে। ধারাবাহিক ভাবে যাত্রীবাহী ট্রেন চালানো হবে।

রেলপথ মন্ত্রণালয় জানায়, ট্রেনের সংখ্যা বৃদ্ধি করলেও যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রায় ৯০ শতাংশ স্টেশন উন্মুক্ত থাকায় চলন্ত কিংবা দাঁড়িয়ে থাকা ট্রেনে বিনা টিকিটে যাত্রীরা উঠে পড়ে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধিও উপেক্ষিত হচ্ছে প্রতিনিয়ত। প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্টেশনে অভিযান পরিচালনা হচ্ছে। এতে শত শত বিনা টিকিটে অবৈধ যাত্রী আটক হচ্ছে। জরিমানা আদায় করে তাদের ছেড়ে দিতে হচ্ছে।