ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

শিরোনাম

৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন দাবি

৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন দাবি

ফাইল ছবি

কারিগরি ত্রুটির অভিযোগ তুলে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন অনুত্তীর্ণ শিক্ষার্থীরা। সোমবারের (৮ ফেব্রুয়ারি) মধ্যে কর্তৃপক্ষ দাবিতে সাড়া না দিলে পরবর্তী দিন থেকে আমরণ অনশনের হুমকি দিয়েছেন তারা।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৪০তম বিসিএস লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণরা ফলাফল পুনর্মূল্যায়নের এ দাবি জানান। এতে বক্তব্য দেন সাইদুল খান, জোবায়ের আহমেদ, আশরাফি, নদী প্রমুখ।

সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ২৭ জানুয়ারি ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। উক্ত তালিকায় ওএমআর ওভারলেপিং অথবা টেকনিক্যাল ত্রুটির কারণে অনেক ভালো ফলাফল প্রত্যাশীরাও অপ্রত্যাশিতভাবে বাদ পড়ে। এরই পরিপ্রেক্ষিতে গত ১, ৩ ও ৭ ফেব্রুয়ারিতে আমরা ১ হাজারের অধিক শিক্ষার্থী তালিকাসহ পৃথক তিনটি আবেদনপত্র দাখিল করি, কর্তৃপক্ষ আমাদের আবেদনপত্র গ্রহণ করে। তবে আবেদনপত্র গ্রহণ করলেও পিএসসি কর্তৃপক্ষ তাদের দাবির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি বলে তারা অভিযোগ করেন।

অনুত্তীর্ণ শিক্ষার্থীরা আক্ষেপ করে বলেন, পিএসসি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় আমরা বাধ্য হয়ে আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।

তারা বলেন, লিখিত পরীক্ষার খাতাগুলো দেখেন অধ্যাপক পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা যুগ্ম সচিব পর্যায়ের সরকারি কর্মকর্তা। তারা আমাদের খাতাগুলো যথেষ্ট পরিমাণে মূল্যায়ন করেছেন বলে আমরা বিশ্বাস করি। কিন্তু শেষ পর্যায়ে এসে হয়তো বা টেকনিক্যাল ত্রুটি বা সফটওয়্যারজনিত সমস্যার কারণে আমাদের ফলাফলে কোনো সমস্যা হয়ে গেছে।


তারা অভিযোগ করে বলেন, পূর্বের পরীক্ষাগুলো খাতা পুনর্মূল্যায়নের সুযোগ থাকলেও এবার সে সুযোগও রাখা হয়নি। অথচ ৩৪তম বিসিএসে খাতা পুনর্মূল্যায়ন হয়েছে এবং পরে সেটার সংশোধিত ফলাফল এসেছে।