‘ইতিহাসটা স্মরণে রাখা খুবই জরুরি। ইতিহাস না-জানা জাতি আর স্মৃতিভ্রষ্ট ব্যক্তির ভেতর পার্থক্য খুব কম। উভয়েই ঠিকানাবিহীন, পথভ্রান্ত এবং অবশ্যই অসুস্থ। অথচ বাংলাদেশে এখন ইতিহাসচর্চা অত্যন্ত নিম্নমুখী। সুপা সাদিয়ার এই বইটি আমাদেরকে ইতিহাসচর্চার আবশ্যকতার কথাটা স্মরণ করিয়ে দেয়।’
গবেষক-লেখক সুপা সাদিয়ার ১০ ম গ্রন্থ ‘মুক্তিযুদ্ধে শত শহিদ বুদ্ধিজীবী’ বইটি সম্পর্কে এই কথাগুলো বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। স্বয়ং তিনিই লিখেছেন বইটির মূখবন্ধ। সুপা সাদিয়ার এই বইটিতে রয়েছে ১০০ জন শহিদ বুদ্ধিজীবীর কথা। তিনি বেশ কয়েকটি ভাগে ভাগ করেছেন বুদ্ধিজীবীদের। এরমধ্যে রয়েছে শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, সমাজসেবক, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন জন।