ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

শিরোনাম

নোয়াখালীর হাতিয়ায় ইউপি সদস্য খুন

নোয়াখালীর হাতিয়ায় ইউপি সদস্য খুন

নিহত রবীন্দ্র চন্দ্র দাশ

ঢাকা, বৃহস্পতিবার : নোয়াখালীর হাতিয়ার উপজেলার চর ঈশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও আসন্ন ইউপি নির্বাচনে সদস্য পদে প্রার্থী রবীন্দ্র চন্দ্র দাশকে (৪৫) কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। রবীন্দ্র চন্দ্র দাশ হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন।গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে চর ঈশ্বর ইউনিয়নের নন্দ রোডে আজাদ চেয়ারম্যানের পুরোনো বাড়ির দরজায় হত্যার এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলা শ্রমিক লীগের সভাপতি আল আমিন জানান, রাত দুইটার দিকে তিনি ও ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাশ মোটরসাইকেলে করে চর ঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার থেকে উপজেলা সদরের ওছখালীর দিকে যাচ্ছিলেন। পেছনে তাঁদের সাথে আরও দুটি মোটরসাইকেলে ৪জন ছিলেন। রবীন্দ্র চন্দ্র দাশ এর মোটরসাইকেলটি নন্দরোডে চর ঈশ্বর ইউপির বর্তমান চেয়ারম্যান আবদুল হালিম আজাদের পুরোনো বাড়ির সামনে এলে চিহ্নিত একদল সন্ত্রাসী তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় সময় তাঁদের পেছনে থাকা মোটরসাইকেল দুটির লোকজন গুলির শব্দ শুনে পালিয়ে যান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার পর রাতেই তাঁরা ঘটনাস্থলে গিয়ে রবীন্দ্র চন্দ্র দাশের লাশ উদ্ধার করেন। ঘটনার পর রাতেই আসামীদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এখনো কাউকে আটক করা যায়নি।